Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ সেপ্টেম্বর ২০২৩

বাণিজ্য মন্ত্রণালয়ের সাফল্য ও অর্জন

 

মুক্তবাজার অর্থনীতি এবং দ্রুত বিকাশমান তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবসা বাণিজ্যের সঙ্গে তাল মিলিয়ে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৮ম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) এবং ডেল্টা প্ল্যান ২১০০ -র সঙ্গে সামঞ্জস্য রেখে সময়োপযোগী আমদানি ও রপ্তানি নীতি প্রণয়নের মাধ্যমে বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাংলাদেশকে রপ্তানিকারক দেশে পরিণত করার মাধ্যমে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের বিকাশ, বাজার সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধি উৎসাহিত করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

 

২০০৯ হতে ২০২৩ পর্যন্ত সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অর্জন:

২০০৯ সালে রপ্তানি আয় ছিল ১৫৫৬৫.১৯ মিলিয়ন মার্কিন ডলার। ২০২২-২৩ অর্থবছরে পণ্য খাতে অর্জিত রপ্তানি আয় ৫৫,৫৫৮.৭৭ মিলিয়ন মার্কিন ডলার; যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৬.৬৭% বেশী। আবার, ২০০৮-২০০৯ সময়ের তুলনায় পণ্য খাতে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ২৫৬.৯৪%। ২০০৮-২০০৯ অর্থবছরে মোট ১৯৪টি দেশে ৬৬৮টি পণ্য রপ্তানি হলেও ২০২২-২০২৩ অর্থবছরে বিশ্বের মোট ২১০টি দেশে ৮০৬ টি পণ্য রপ্তানি করা সম্ভব হয়েছে। রপ্তানি আয় ও রপ্তানি দেশ/পণ্যের সংখ্যা পর্যালোচনায় দেখা যায় ২০২২-২০২৩ অর্থবছরে দেশে রপ্তানি আয় সর্বোচ্চ হয়েছে এবং সবচেয়ে বেশী দেশে এবং বেশী সংখ্যক পণ্য রপ্তানি করা হয়েছে।

 

সেবা খাতের রপ্তানি আয়ের হিসাব ২০১২-২০১৩ অর্থ বছর থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃক সংরক্ষণ করা হচ্ছে। ২০১২-২০১৩ অর্থবছরের  সেবা খাতে মোট রপ্তানি আয় ছিল ২,৯৩৬.৩০ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২১-২০২২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৮,৮৮৮.৬০ মিলিয়ন মার্কিন ডলারে। অর্থাৎ এ সময়ে সেবা খাতের রপ্তানিতে ২০২.৭১% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থবছরে (জুলাই-মে) সময় পর্যন্ত সেবা খাতের রপ্তানি আয় হয়েছে ৬,৯৪১.২২ মিলিয়ন মার্কিন ডলার।

বিস্তারিত বিবরণ নিম্নরূপ:

 

সরকারের সাফল্য ও অর্জন সরকারের সাফল্য ও অর্জন