Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st August ২০২৩

আইআইটি অনুবিভাগ

বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি অনুবিভাগ ৫টি শাখা/অধিশাখার সমন্বয়ে গঠিত। অনুবিভাগের প্রধান হিসাবে একজন অতিরিক্ত সচিব দায়িত্বে রয়েছেন। প্রতিটি শাখা/ অধিশাখায় ১ জন প্রশাসনিক কর্মকর্তা, ১ জন অফিস সহকারী এবং ১ জন অফিস সহায়ক নিয়ে কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে। নিম্নে সম্পাদিত কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করা হলো।

আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের কার্যাবলীঃ

১।  আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন, ১৯৫০ এর আলোকে আমদানি নীতি আদেশ প্রণয়ন, সংশোধন ও বাস্তবায়ন সংক্রান্ত কার্যাবলী;

২।  আমদানি নিষিদ্ধ ও আমদানি নিয়ন্ত্রিত পণ্য তালিকা নিয়মিতভাবে পর্যালোচনা এবং তালিকা সংশোধন সংক্রান্ত কার্যাদি।

৩।  আমদানি চুক্তি সংক্রান্ত কার্যাবলী;

৪।  বিশেষ বাণিজ্য চুক্তির (এসটিএ) অধীনে পণ্য আমদানির পদ্ধতি নির্ধারণ সংক্রান্ত কার্যাদি।

৫।  সিআইএফ বা সিআইপি ভিত্তিতে পণ্য আমদানির অনুমতি সংক্রান্ত কার্যাদি।

৬।   ব্যাগেজ রুলের আওতায় মালামাল ছাড়করণ।

৭।   ট্যারিফ পলিসি ও ট্যারিফ ভ্যলুয়েশন এবং ট্যারিফ কমিশনের অপারেশনাল কার্যাদি।

৮।  আমদানি শুল্ক আরোপ, মওকুফ ও হ্রাস /বৃদ্ধিকরণে রাজস্ব বোর্ডের সাথে যোগাযোগ;

৯।  হোটেল, ক্লাবপর্যটন শিল্প, প্রকল্পসমূহ কর্তৃক পণ্য আমদানির অনুমতি।

১০।  কুটনৈতিক/বিদেশী সুবিধাভোগী বা ব্যক্তি /মিশন, বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক পণ্য আমদানির অনুমতি।

১১।  আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আমদানি সংক্রান্ত কার্যাদি।

১২। অভ্যন্তরীণ বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্হিতি স্হিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ;

১৩। The Control of Essential Commodities Act 1956 এবং এ আইন হতে উদ্ভূত নীতি/আদেশ, সংশোধন/পরিমার্জন;

১৪। The Essential Commodities Act 1957 এবং The Essential Commodities control Order 1981 সংশোধন ও তদসংশ্লিষ্ট কার্যাদি;

১৫।   ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক কার্যক্রম;

১৬।   ঢাকা মহানগরীর দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য মনিটরিং টিম গঠন ও উহার কার্যক্রম সংক্রান্ত কার্যাদি।

১৭।   বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্ত সকল পরিত্যক্ত/অর্পিত বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্হাপনা সংক্রান্ত কার্যাবলী;

১৮।  দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর আইন ও বিধি বিধান  প্রবর্তন/পরিবর্তনসহ ইনস্টিটিউট এর প্রশাসনিক কার্যাবলী;

১৯। দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর আইন ও বিধি-বিধান প্রণয়ন/পরিবর্তনসহ ইনস্টিটিউট এর প্রশাসনিক কার্যাবলী;

২০।  দি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ এর আইন ও বিধি বিধান প্রবর্তন/পরিবর্তনসহ ইনস্টিটিউট  এর প্রশাসনিক কার্যাবলী;

২১। এসিড আমদানির লাইসেন্স প্রদানের নিমিত্তে এসিড আমদানি, উৎপাদন, মজুদ, পরিবহন  ও ব্যবহার নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৪ অনুযায়ী ছাড়পত্র প্রদান সংক্রান্ত কার্যাদি।

২২। ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫ ও ফরমালিন (আমদানি, পরিবহণ, মওজুদ, বিক্রয় ও ব্যবহার) নিয়ন্ত্রণ বিধিমালা, ২০১৫ অনুযায়ী ফরমালিন এর লাইসেন্স ও আমদানির ছাড়পত্র প্রদান।